শিরোনাম

রাজশাহী, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস): সুস্থ জনস্বাস্থ্য নিশ্চিত করতে তামাকমুক্ত সমাজ গঠনের জন্য সরকারি, বেসরকারি ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সমন্বিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ রাজশাহীতে আয়োজিত এক সভায় বক্তারা এ কথা বলেন।
তারা বলেন, তামাকমুক্ত রাজশাহী শহর গড়ে তোলার জন্য সামাজিক ভূমিকা অত্যন্ত জরুরি। কাঙ্ক্ষিত এই লক্ষ্য অর্জনে তারা সকলকে এগিয়ে আসার এবং একসঙ্গে কাজ করার আহ্বান জানান।
বাংলাদেশ তামাক বিরোধী জোট এবং ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ-এর সহায়তায় লেডিস অর্গানাইজেশন ফর সোশ্যাল ওয়েলফেয়ার (লোফস) তাদের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভার আয়োজন করে।
লোফস’র নির্বাহী পরিচালক শাহনাজ পারভীনের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী সিটি কর্পোরেশনের জিয়াউল আবেদীন এবং স্কুল শিক্ষক সেকেন্দার হোসেন ও রাজেন্দ্র নাথ সরকার।
আলোচকরা বলেন, সামাজিক অংশগ্রহণের মাধ্যমে তামাক নিয়ন্ত্রণ আইনের টেকসই বাস্তবায়ন জোরদার এবং মূলধারায় নিয়ে আসার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া উচিত।
শাহনাজ পারভীন উদ্বেগ প্রকাশ করে বলেন, তামাক কোম্পানিগুলো কর্পোরেট সামাজিক দায়বদ্ধতার নামে প্রচারণামূলক কার্যক্রমের মাধ্যমে তাদের বাজার সম্প্রসারণ করছে, যা অবশ্যই প্রতিরোধ করতে হবে।
তিনি বলেন, জনসমাগমস্থল পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করার মাধ্যমে অনেক অধূমপায়ীকে ধূমপানজনিত বিভিন্ন অসংক্রামক রোগ থেকে রক্ষা করা সম্ভব।
তামাকজাত দ্রব্য ব্যবহারে ক্যান্সার, হৃদ্রোগ, স্ট্রোক, ডায়াবেটিস, যক্ষ্মা এবং দীর্ঘস্থায়ী শ্বাসকষ্টের মতো অনেক অসংক্রামক রোগ হয়।
তামাক ব্যবহারের ফলে সৃষ্ট বিভিন্ন অসংক্রামক রোগ থেকে জনস্বাস্থ্যকে মুক্ত রাখতে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের সঠিক প্রয়োগের আহ্বান জানান শাহনাজ পারভীন।
তিনি আরও বলেন, জনসমগমস্থলে ঘন ঘন এবং যত্রতত্র ধূমপান প্রত্যক্ষ ধূমপায়ীদের চেয়ে অধূমপায়ীদের বেশি ক্ষতিগ্রস্ত করে।