শিরোনাম

রাজবাড়ী, ২৮ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাজবাড়ীতে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে জেলা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সুলতানা আক্তার।
সভায় জানানো হয়, রাজবাড়ী জেলায় আগামী ২ জানুয়ারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষায় মোট ৮ হাজার ৭৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। জেলার ১৪টি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষায় কোনো ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলা দেখা দিলে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার জন্য সকলকে সতর্ক করা হয়।
সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি বিষয়ক শংকর চন্দ্র বৈদ্য, অতিরিক্ত পুলিশ সুপার মো. শাহিদুল হক। সহকারী সুপারিনডেন্ট (পিটিআই) মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জামাল উদ্দিন খান প্রমুখ।
সভায় মডারেটরের দায়িত্ব পালন করেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তবিবর রহমান। সভায় ভুয়া পরীক্ষার্থী শনাক্তের জন্য ব্যবস্থা গ্রহণ ও কোনো ধরনের ডিভাইস ব্যবহার করার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান হয়।