শিরোনাম

হবিগঞ্জ, ২৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আজ হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্তৃপক্ষ সিন্ডিকেটের ৭ম (সপ্তম) সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে হবিগঞ্জ সদর উপজেলার ভাদৈ এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসে এ সভা অনুষ্ঠিত হয়।
সিন্ডিকেটের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ এ সভায় সভাপতিত্ব করেন।
সিন্ডিকেটের ২৬ টি পদের মধ্যে ২ জন সংসদ সদস্যের পদসহ ৫ টি পদ বর্তমানে শূন্য রয়েছে। বাকি ২১ জনের মধ্যে ৭ম সভায় ১৭ জন সদস্য উপস্থিত ছিলেন।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে সভা শুরু হয়। এ সময় বাংলার মাটি ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এযাবৎকালে আত্মোৎসর্গকারী ও ত্যাগ স্বীকারকারী সকল ব্যক্তির প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
অনুষ্ঠিত সভায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক এবং একাডেমিক কার্যক্রমের অগ্রগতি, ভবিষ্যৎ পরিকল্পনা এবং বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী সংক্রান্ত বেশকিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা ও পর্যালোচনা করা হয়। এরমধ্যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক ও কল্যাণসংক্রান্ত কার্যক্রম সহ শিক্ষা ও গবেষণার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন আরও গতিশীল করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামসমূহে প্রচলিত একাডেমিক পদ্ধতি আন্তর্জাতিক মানসম্পন্ন করার লক্ষ্যে মডিউল সেমিস্টার পদ্ধতি চালু করার নিমিত্তে নীতিমালা প্রণয়নের বিষয়টি সভায় অনুমোদিত হয়। সভা শেষে সিন্ডিকেটের সভাপতি গৃহীত সিদ্ধান্তসমূহ দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, কৃষি বিজ্ঞানে উন্নত শিক্ষাদানের পাশাপাশি নতুন প্রযুক্তি উদ্ভাবনসহ দেশে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার সম্প্রসারণের নিমিত্ত হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের আইন ২০২০ অনুসারে বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারক ও প্রধান নির্বাহী কর্তৃপক্ষ সিন্ডিকেট।