বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৫, ১৮:০৬

বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিভাগীয় ৩২তম ক্রীড়া প্রতিযোগিতা

ছবি : বাসস

বরিশাল, ২৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বরিশালে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের সন্তানদের বিভাগীয় ৩২তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বরিশাল বিভাগীয় প্রশাসনের আয়োজনে আজ শনিবার সকাল ১০ টায় বেলস্ পার্কে সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং তাদের সন্তানদের সমন্বয়ে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধনী, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বরিশাল বিভাগীয় কমিশনার মোহাম্মদ মাহফুজুর রহমান। 

এসময় উপস্থিত ছিলেন, পরিচালক স্থানীয় সরকার বিভাগ বরিশাল খোন্দকার আনোয়ার হোসেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মো. আহসান হাবিব, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো. সোহরাব হোসেন, জেলা প্রশাসক বরিশাল মো. খায়রুল আলম সুমনসহ বরিশাল বিভাগের ৬টি জেলা থেকে আসা অংশগ্রহণকারী সরকারি কর্মকর্তা, কর্মচারী এবং তাদের সন্তানরা। 

শুরুতে জাতীয় সংগীত পরিবেশনের পাশাপাশি জাতীয় পতাকা উত্তোলন করেন, প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দরা। পরে প্রধান অতিথি বেলুন, ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অতিথিরা বিভাগীয় পর্যায়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। এ সময় ক্রীড়াবিদদের প্যারেড অনুষ্ঠিত হয়। 

শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপস্থিত অতিথিরা।