বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৪

বরিশাল জিলা স্কুলের ১৯৭৫ ব্যাচের সুবর্ণজয়ন্তী উদযাপন

ছবি : বাসস

বরিশাল, ২৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ১৯৭৫ থেকে ২০২৫ এই দীর্ঘ পঞ্চাশ বছরের স্মৃতি ও বন্ধনকে ঘিরে বরিশাল জিলা স্কুলের ১৯৭৫ ব্যাচের শিক্ষার্থীদের সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।

১৯৭৫ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে আজ শনিবার সকালে জিলা স্কুল প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্কুল প্রাঙ্গণে এসে সমবেত হয় শিক্ষার্থীরা। এসময় শোভাযাত্রায় অংশগ্রহণকারী প্রাক্তন শিক্ষার্থীদের মাঝে ছিল উৎসবমুখর পরিবেশ ও মিলনমেলার আবহ।

সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মো. তারিকুর রহমান। 
সভায় বক্তব্য দেন, ডা. মিজানুর রহমান, বঙ্কিম চন্দ্র সাহা, মো. সূরুয্যামান, এম. মকবুল আহমদ ফারুক, মো. আবদুস শুকুরসহ অন্যান্য অতিথিবৃন্দ।

এসময় বক্তারা স্মৃতিচারণ করে বলেন, বরিশাল জিলা স্কুল শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি তাদের জীবন গঠনের অন্যতম ভিত্তি। দীর্ঘ সময় পর সহপাঠীদের সঙ্গে মিলিত হতে পেরে তারা আনন্দিত ও আবেগাপ্লুত হয়ে পড়েন।

দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে প্রাক্তন শিক্ষার্থীরা স্মৃতিময় ও আনন্দঘন মুহূর্ত উপভোগ করেন। সুবর্ণজয়ন্তীর এই আয়োজন অংশগ্রহণকারীদের মাঝে নতুন করে বন্ধন দৃঢ় করেছে বলে মনে করেন আয়োজকরা।