শিরোনাম

চুয়াডাঙ্গ, ২৭ ডিসেম্বর, ২০২৫ ( বাসস)আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গার দুটি আসনে আরো ৩ প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ নিয়ে মোট ৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করলেন।
এর মধ্যে বিএনপির ২'জন, জামায়াতে ইসলামীর ২ জন, ইসলামী আন্দোলনের ২ জন, এবি পার্টির ১ জন ও স্বতন্ত্র প্রার্থী ১ জন।
আজ শনিবার দুপুরে জেলা রিটার্নিং অফিসার কার্যালয়ের অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মশিউর রহমান মনোনয়নপত্র গুলো প্রার্থীদের হাতে তুলে দেন।
চুয়াডাঙ্গা-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী জহুরুল ইসলাম ও চুয়াডাঙ্গা-২ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী হাসানুজ্জামান সজিব এবং আমার বাংলাদেশ (এবি) পার্টি’র জেলা কমিটির আহবায়ক আলমগীর হোসেন মনোনয়পত্র সংগ্রহ করেন।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা যুগ্ম সম্পাদক আলিমুজ্জামান, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মেহেদী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সদস্য মুফতি আব্দুস সালাম, আলহাজ্ব সারোয়ার হোসেন, শ্রমিক আন্দোলনের সদস্য রাশিদুল ইসলাম, মুফতি আব্দুর রাজ্জাক সহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে এবি পার্টির জেলা যুগ্ম-আহবায়ক রফিউল কাদির, সদস্য সচিব আলী রুশদী মজনু, সাংগঠনিক সম্পাদক শামীম আক্তার, কৃষি বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী ক্লে, যুব সমন্বয়ক মো. সোহেল ও ইনছান আলী , সদর থানার সমন্বয়ক লাল্টু মল্লিক, সদর থানা যুব সমন্বয়ক মামুনুর রশিদ, দামুড়হুদা থানার আহবায়ক আরশেদ আলী উপস্থিত ছিলেন।
প্রসংগত এর আগে চুয়াডাঙ্গার দুটি আসনে বিএনপির ২ জন, জামায়াতের ২ জন এবং চুয়াডাঙ্গা-১ আসনে একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।