বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৮

রাঙ্গামাটিতে ট্রাক চাপায় এক নারী নিহত

রাঙ্গামাটি,২৭ ডিসেম্বর, ২০২৫(বাসস): জেলার  আসামবস্তী - কাপ্তাই সড়কের লেমুছড়ি এলাকায় পানিবাহী ট্রাক চাপায় এক নারী নিহত  হয়েছে।

আজ শনিবার দুপুরের দিকে  এই দুর্ঘটনা  ঘটে। নিহতের নাম কেনি চাকমা (৩২)। সে স্থানীয় অংচিং মারমা চন্দনের স্ত্রী। 

প্রত্যক্ষদর্শীরা জানান, আসামবস্তী -কাপ্তাই সড়কে লেমুছড়ি এলাকায় কেমি চাকমা সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পানিবাহী ট্রাকটি আসামবস্তী এলাকা বেপরোয়া গতিতে যাওয়ার সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এ সময় ট্রাকের নিচে চাপা পড়া অবস্থায় ঘটনাস্থল থেকে  স্থানীয় এলাকাবাসীরা কেমি চাকমাকে উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পানিবাহী ট্রাকটি রাঙ্গামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কাজে পানি লাইনের জন্য নিয়োজিত ছিলো বলে স্থানীয়রা জানান।

এ বিষয়ে রাঙ্গামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মো. জসিম উদ্দিন বাসসকে  জানান, আসামবস্তী-কাপ্তাই সড়কে লেমুছড়ি এলাকায় দূর্ঘটনার খবর পাওয়ার পরপর পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। এসময় ট্রাকে থাকা চালক ও হেলপারকে পালিয়ে গেছ্।ে এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহনের প্রক্রিয়া চলমান রয়েছে।

রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের আরএমও শওকত আকবর জানান, ঘটনাস্থল থেকে হাসপাতালে নিয়ে আসার আগে এই নারীর মৃত্যু হয়েছে। তাকে পোষ্টমর্টেম শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।