শিরোনাম

চট্টগ্রাম, (উত্তর) ২৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস):জেলার ফটিকছড়িতে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে একটি ২০০ বছরের পুরোনো ঐতিহ্যবাহী দোতলা বাড়িসহ ১০টি বসতঘর। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
গতকাল শুক্রবার গভীর রাতে উপজেলার সমিতিরহাট ইউনিয়নের হালদারকুল এলাকায় আনন্দ বাজারসংলগ্ন আরবান আলী সওদাগর বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গতকাল গভীর রাতে পুরোনো এই বাড়িটিতে হঠাৎ করে আগুন লাগলে তা মুহূর্তের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ে। এতে ঐতিহ্যবাহী এই পুরোনো বাড়িটিসহ মোট ১০টি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।
খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে বাড়িগুলো সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায়।
সমিতিরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে এলাকাবাসী ছুটে আসেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুনের তীব্রতা এত ভয়াবহ ছিল যে অল্পসময়ের মধ্যে বাড়িগুলো পুড়ে যায়। তবে কিভাবে আগুনে সূত্রপাত তা জানা যায়নি।
ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাঈদ মোহাম্মদ ইব্রাহিম জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অগ্নিকাণ্ডে প্রায় ১০-১২ টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে সরকারি ভাবে আর্থিক সহায়তা প্রদান করা হবে।