বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৫, ১৫:৪১

রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেফতার ১৭

রাজশাহী, ২৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস): রাজশাহী মহানগরীতে যৌথ বাহিনীর সমন্বয়ে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ অভিযান চালিয়ে যুবলীগ নেতাসহ ১৭ জনকে গ্রেফতার করেছে। 

অপারেশন ‘ডেভিল হান্ট ফেইজ-২’-এ গ্রেফতারকৃত ব্যক্তি রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা ওরফে শাহিন (৪৬)।  তিনি মহানগরীর মতিহার থানার খোঁজাপুর এলাকার আব্দুল খালেকের ছেলে।

এছাড়াও আরএমপির বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে আরও ১৬ জন গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতদের মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৪ জন, মাদক মামলার আসামি ২ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ১০ জন রয়েছেন। 

রাজশাহী মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) গাজিউর রহমান পিপিএম বলেন, রাজশাহী মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদসহ ১৬ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।