শিরোনাম

ফরিদপুর,২৭ ডিসেম্বর,২০২৫ (বাসস):জেলার ভাঙ্গায় ট্রাক ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে ভাই বোন সহ তিন জন নিহত হয়েছেন। এসময় আরো দুইজন গুরুতর আহত হয়েছেন।
আজ শনিবার সকাল সাড়ে সাতটার দিকে ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার মুনসরাবাদ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, যশোর জেলার মনিরামপুর থানার রাজগঞ্জ গ্রামের রহমতউল্লাহ ছেলে নিশান (২৩), একই জেলার কেশবপুর উপজেলার চালতীবাড়ি গ্রামের বাবর আলীর ছেলে মিজানুর রহমান (৪০) ও তার মেয়ে বিউটি বেগম (৩০)।
এ ঘটনায় ভাঙ্গা হাইওয়ে থানার এসআই সোহেল খানঁ জানান , ভাঙ্গা থেকে খুলনাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীতে ঢাকাগামী একটি অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই ভাই বোন সহ তিনজন নিহত হন এবং দুইজন গুরুতর আহত হন। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ, স্থানীয় থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে ।