বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৫, ১৪:০৯
আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৫, ১৪:১৪

বরগুনায় জাল টাকাসহ ২ জন আটক

ছবি: বাসস

বরগুনা, ২৭ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় জাল টাকার নোট লেনদেনের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গাবতলা বাজারে অভিযান পরিচালনা করে নাসির উদ্দিন নান্টু ও জসিম উদ্দিন মোক্তার নামে ২জনকে আটক করা হয়।

সদর থানা সূত্রে জানা গেছে, বরগুনা সদর উপজেলার বুড়িরচর ইউনিয়নের গাবতলা বাজারে সদর থানার এস আই রাকিবের নেতৃত্বে এক বিশেষ অভিযানে নাসির উদ্দিন নান্টু ও জসিম উদ্দিন মোক্তারকে ২০ হাজার টাকা মূল্যের জাল নোটসহ আটক করা হয়। পরে এদের মূল হোতাকে ধরকেত অভিযান পরিচালনা করা হলেও তাকে পাওয়া যায় না।

বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলীম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জাল নোট বহন ও পাচারের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। উদ্ধারকৃত নোট যাচাই-বাছাই শেষে জাল বলে নিশ্চিত হওয়া গেছে।

এ ঘটনায় বরগুনা সদর থানায় সংশ্লিষ্ট ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক দুইজনকে বরগুনা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।