বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৫, ১৪:০৭

ঝিনাইদহে ছিন্নমূল শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ

ঝিনাইদহে শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ । ছবি : বাসস

ঝিনাইদহ, ২৭ ডিসেম্বর ২০২৫ (বাসস): জেলায় ‎শীতার্ত ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

‎‎ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যাগে আজ শনিবার সকাল সাড়ে ৯টায় শহরের সমাজসবা অফিস প্রাঙ্গণ, পৌরসভা চত্বরসহ বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়।

‎প্রতিবন্ধী, বয়স্ক ও নারীসহ সমাজের বিভিন শ্রেণির অসহায় ও দুস্থদের হাতে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ এসব কম্বল তুলে দেন।

‎‎এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্র নাথ রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক সুবীর কুমার দাশ, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ ইকবাল মাখন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম লিটন, সিনিয়র সাংবাদিক এমএ কবিরসহ জেলা সমাজসবা অধিদপ্তর, সদর পৌরসভা ও সংশ্লিষ্ট স্বেছাসেবী সংগঠনর প্রতিনিধিরা।

‎‎জেলা প্রশাসনের তত্ত্বাবধানে পরিচালিত এ কর্মসূচি চলাকালে জেলা প্রশাসক মো. আব্দুল্লাহ আল মাসউদ বলেন, শীতের তীব্রতা বাড়ছে। শীতে যেন নিম্ন আয়ের মানুষ কষ্ট না পায়, সেজন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে কম্বল ও শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। এ কর্মসূচি জেলার সব উপজেলায় পর্যায়ক্রমে চলবে। জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে আমাদের এই উদ্যোগ।