বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৫, ১৩:৫৭

বাগেরহাটে কনকনে শীত আর ঘন কুয়াশায় জনজীবন বিপর্যস্ত

ছবি: বাসস

বাগেরহাট, ২৭ ডিসেম্বর ২০২৫(বাসস): টানা তিন দিন ধরে উপকূলীয় বাগেরহাট জেলা জুড়ে কনকনে শীত  আর ঘন কুয়াশায় জনজীবনে স্থবিরতা নেমে এসেছে। হিমেল

হাওয়া আর শীতের তীব্রতায় কাজে বের হতে পারছেন না শ্রমজীবী মানুষ। 

বাগেরহাট শহর রক্ষা বাঁধ, কেবি মাছ বাজারে জেলার বিভিন্ন উপজেলা ছাড়াও গোপালগঞ্জ, টুংগীপাড়া থেকে প্রতিদিন দুই হাজারেরও বেশি পাইকার মাছ কিনতে আসে।

তারা গ্রামের হাট বাজারে এই সামুদ্রিক মাছ বিক্রি করে পরিবার পরিজন নিয়ে দিন কাটালেও মাছ বাজারে আজ পাইকারের সংখ্যা খুবই নগণ্য। 

আশপাশের রুটি পরোটা, চা ও মুদির দোকানে কেনাবেচা খুবই কম বলে দোকানি চান মিয়া জানান। মুদি দোকানদার নুর মহম্মদ বলেন, বেচাকেনা একদম নেই বললে চলে।

বাগেরহাট দড়াটানা সেতুর উপর দিয়ে পিরোজপুর, বরিশাল থেকে খুলনা, যশোরগামী দূরপাল্লার গাড়ি, পণ্যবাহী ট্রাক, লরী হেড লাইট জ্বালিয়ে যাতায়াত করতে দেখা যায়।

বাগেরহাট শহর জুড়ে দড়াটানা নদীতে প্রধান বাজারে কোনো পণ্যবাহী  নৌকা, বিসিকে ধানভর্তি ট্রলার বা বার্জ  কোনোটাই চলাচল করতে দেখা যায়নি।

বাগেরহাট বাসস্ট্যান্ডে দূরপাল্লার গাড়িতে যাত্রী নেই। বাসের অর্ধেক খালি নিয়ে ইমা পরিবহনকে যেতে দেখা যায় গাজীপুরে। 

বাগেরহাট সদর ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার অসীম সমদ্দার বাসসকে বলেন, এসময় শিশু ও বৃদ্ধদের ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই তাদের প্রতি বিশেষ যত্ন নেওয়া দরকার।  

মোংলা আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা হারুন- অর- রশীদ বাসসকে জানান, কুয়াশা বাড়ার কারণে আজ সকাল ৬টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ১৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

২৫ ডিসেম্বর ১৩.৬ ও ২৬ ডিসেম্বর গতকাল তাপমাত্রা ছিলো ১২.৯ ডিগ্রি সেলসিয়াস।