শিরোনাম

ঢাকা, ২৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান তার মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে ভোটার নিবন্ধন সম্পন্ন করতে নির্বাচন কমিশন ভবনে যান।
আজ শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রবেশ করেন তারা।
এদিকে আজ ভোটার নিবন্ধন সম্পন্ন করতে নির্বাচন ভবনে এসেছেন তারেক রহমানও। তার আগমন উপলক্ষে নির্বাচন কমিশন ভবন ও আশপাশে বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে।
সকাল থেকেই নির্বাচন ভবনের সামনের সড়কে ব্যারিকেড বসানো এবং যানবাহন চলাচল সীমিত করা হয়েছে।
তারেক রহমানের নিরাপত্তায় সেনাবাহিনী, র্যাব ও পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি চোখে পড়ার মতো।
এদিকে, তারেক রহমানের আগমন উপলক্ষে বিএনপির নেতাকর্মীরা নির্বাচন ভবনের সামনে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।