বাসস
  ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:৫৭

খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় নারী নিহত

খুলনা, ২৭ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : খুলনায় প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত এক নারী নিহত হয়েছে। গতকাল শুক্রবার বিকাল সোয়া ৩টার দিকে এসওএস শিশুপল্লীর সামনে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। ঘাতক প্রাইভেটকারের চালককে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকাল সোয়া ৩টার দিকে ওই নারী রাস্তা পার হওয়ার সময় গল্লামারী মুখী দ্রুতগামী একটি প্রাইভেটকার তাকে সজোরে ধাক্কা দিলে রাস্তার ওপরে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ। 

খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির হোসেন বলেন, সড়ক দুর্ঘটনায় এক নারী নিহতের সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহের পরিচয় শনাক্তে বিভিন্নস্থানে সংবাদ পাঠানোর পাশাপাশি পিবিআইকে খবর দেয়া হয়েছে।