শিরোনাম

বান্দরবান, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বান্দরবানের ঐতিহ্যবাহী উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
আজ শুক্রবার কলেজ প্রাঙ্গণে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বেলুন উড়িয়ে ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে সুবর্ণজয়ন্তীর শুভ উদ্বোধন করেন।
এরপর কলেজ প্রাঙ্গণে আলোচনা সভা, গুণিজন সম্মাননা প্রদান এবং বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে ফানি গেমসহ নানা মনোমুগ্ধকর আয়োজন অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী অনুষ্ঠানের অংশ হিসেবে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, সাবেক শিক্ষার্থী পরিষদ ঘোষণা এবং র্যাফেল ড্র-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। রাত সাড়ে ১০টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণজয়ন্তীর আয়োজন শেষ হওয়ার কথা রয়েছে।
দীর্ঘ ৫০ বছর পর প্রথমবারের মতো কলেজ প্রাঙ্গণে এমন বৃহৎ আয়োজনে সুবর্ণজয়ন্তী উদযাপিত হওয়ায় আয়োজক ও অংশগ্রহণকারীদের মাঝে ব্যাপক আনন্দ ও উৎসাহ লক্ষ্য করা গেছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মনজুরুল হক, সুবর্ণজয়ন্তী উদযাপন পরিষদ-২০২৫ এর আহ্বায়ক মো. আবদুল্লাহ আল মামুন চৌধুরী, সদস্যসচিব মোহাম্মদ ওমর ফারুক রাশেদসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, কলেজের শিক্ষকবৃন্দ এবং প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা।