শিরোনাম

বাগেরহাট, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আগামী মহান জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারের মধ্যে সচেতনতা সৃষ্টির অংশ হিসেবে প্রতিদিন জেলা তথ্য অফিসের আয়োজনে চলছে সড়ক প্রচার।
আজ শুক্রবার আউলিয়া হযরত খানজাহান আলি মাজার গেট থেকে মহাসড়কে ষাট গম্বুজ ইউনিয়নে প্রচার চালানো হয়।
বাগেরহাটের জেলা তথ্য অফিসের উপ-পরিচালক মুঈনুল ইসলামের তত্ত্বাবধানে এ প্রচার চালানো হয়।
তিনি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এই নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সরকার বদ্ধপরিকর। ভোটাধিকার প্রয়োগ করা নাগরিকের সাংবিধানিক অধিকার ও দায়িত্ব। ভোটারদের সচেতনতা বৃদ্ধি, নির্বাচনী আইন ও বিধি-বিধান সম্পর্কে জনগণকে অবহিত করা এবং গুজব প্রতিরোধে তথ্য অধিদপ্তর নিরলসভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচন ও গণভোট সফল করতে তিনি সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।