শিরোনাম

গোপালগঞ্জ, ২৬ ডিসেম্বর ২০২৫ (বাসস) : জেলার কোটালীপাড়া উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে শতাধিক দুস্থ ও অসহায় ব্যক্তির মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে কোটালীপাড়া পৌরসভাসহ উপজেলার বিভিন্ন এলাকায় শীতার্ত ব্যক্তিদের মধ্যে এসব কম্বল বিতরণ করেন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুম বিল্লাহ।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সহকারি কমিশনার (ভূমি) মো. মাসুম বিল্লাহ জানান, প্রয়োজন অনুযায়ী এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রম আগামী দিনগুলোতেও চলমান থাকবে।