শিরোনাম

খুলনা, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান বলেছেন, তরুণ প্রজন্মকে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে হবে।
তিনি বলেন, তরুণ প্রজন্মদের জন্য শিক্ষণীয়, গঠনমূলক অনুষ্ঠান নিয়মিত আয়োজন করা অত্যন্ত প্রয়োজন।
আজ শুক্রবার খুলনার পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। কেএমপি কমিশনার পোর্ট মাধ্যমিক বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে স্কুলের যেকোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের সম্পৃক্ত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
পুলিশ কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান এর আগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।
সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজন করার জন্য সবাইকে স্বাগত জানিয়ে তিনি প্রতিষ্ঠাকালীন সময় থেকে এই দীর্ঘ সময়ে স্কুল থেকে যারা পড়ালেখা করে বিভিন্ন সেক্টরে প্রতিষ্ঠিত হয়েছেন, এই পুনর্মিলনীর মধ্য দিয়ে তাদের সেতুবন্ধন আরো অটুট হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় কেএমপির ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায়সহ স্কুলের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।