বাসস
  ২৬ ডিসেম্বর ২০২৫, ১৭:১৭

ঢাবি অধ্যাপক ড. জামাল উদ্দিনের মৃত্যু, উপাচার্যের শোক

ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। 

আজ বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদে (মসজিদুল জামিআ) মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে রাজধানীর আজিমপুর কবরস্থানে দাফন করা হয়েছে।

অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান।

এক শোকবাণীতে উপাচার্য বলেন, ‘শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে অধ্যাপক জামাল উদ্দিন যে অনন্য অবদান রেখে গেছেন, সেজন্য তিনি সকলের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।’ 

এ সময় উপাচার্য মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

বর্ণাঢ্য কর্মজীবনে ড. জামাল উদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন, ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান এবং হলের প্রভোস্টসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক ও একাডেমিক পদে দায়িত্ব পালন করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য ছাত্র-ছাত্রী, আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।