শিরোনাম

কুড়িগ্রাম, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস): কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ফারুক আহম্মেদ (২৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
আজ শুক্রবার সকালে উপজেলার আন্ধারীরঝাড় ইউনিয়নের আন্ধারীরঝাড় এলাকায় ভূরুঙ্গামারী-কুড়িগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফারুক আহম্মেদ উপজেলার পাথরডুবি ইউনিয়নের দক্ষিণ পাথরডুবি গ্রামের হারুন অর রশিদের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফারুক তার বন্ধু ঢাকার কামরাঙ্গীরচর এলাকার জাহাঙ্গীর আলম অপুকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে কুড়িগ্রাম যাচ্ছিলেন। পথে আন্ধারীরঝাড় এলাকায় ঢাকা থেকে ভূরুঙ্গামারীগামী পাভেল এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে মোটরসাইকেলচালক ফারুক ও তার বন্ধু আরোহী জাহাঙ্গীর আলম অপু গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফারুক আহম্মেদকে মৃত ঘোষণা করেন।
আহত জাহাঙ্গীর আলম অপুর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।