শিরোনাম

পটুয়াখালী, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলার দুমকি-বাউফল সড়কে অটোরিক্সা ও মালামাল বোঝাই টমটমের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দুইজন নিহত এবং দুইজন আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে দুমকি উপজেলার রাজাখালি শ্রীরামপুর ব্রিজ সংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো, অটোরিক্সার যাত্রী রবিউল (৬) ও ইব্রাহীম (৫৫)। আহতরা হলো, মো. সুমন সর্দার (২৫) ও আবদুল কাদের (৫০)। তাদের বাড়ি বাউফল উপজেলার ঝিলনা ও কলতা এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, লিংকরোড দিক থেকে দ্রুতগতির স্যালো ইঞ্জিনচালিত টমটমের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিক্সাটি উল্টে গিয়ে শিশুসহ চার যাত্রী গুরুতর আহত হন।
আহতদের দ্রুত দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশু রবিউল ও ইব্রাহীমকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপর দুইজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দুমকি থানার পুলিশ নিহত দুইজনের মরদেহ উদ্ধার করে পটুয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে।
দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিম উদ্দিন বাসসকে জানান, মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।