বাসস
  ২৫ ডিসেম্বর ২০২৫, ২৩:১৪

গাজীপুরে ট্রেনে কাটা পড়ে তিনজন নিহত

গাজীপুর, ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলার কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে তিন নারী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার আড়িখোলা রেলওয়ে স্টেশনের পূর্ব পাশে টেকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, কালীগঞ্জ পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দেওয়ালেরটেক গ্রামের মোবারক হোসেনের স্ত্রী সাদিয়া বেগম (২৪), একই এলাকার বাবু মিয়ার মেয়ে অনাদি আক্তার (১৩) ও নরসিংদীর শিবপুর উপজেলার মরজাল এলাকার বাসিন্দা কমলা বেগম (৫৫)। সম্পর্কে অনাদি ও কমলা নানি-নাতনি। সাদিয়া বেগম তাদেরই প্রতিবেশী।

পুলিশ সূত্র জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনটি বিকেল ৫টার দিকে আড়িখোলা রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এসময় উল্লেখিত তিন জন একসঙ্গে ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু ঘটে। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় অনাদি আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জিয়াউর রহমান জানান, অনাদি আক্তারকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল হক বলেন, যেহেতু এটি রেলওয়ে সংশ্লিষ্ট দুর্ঘটনা। তাই রেলওয়ে পুলিশের সঙ্গে সমন্বয় করে লাশগুলো তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।