বাসস
  ২৫ ডিসেম্বর ২০২৫, ২২:৪২

সিলেটে নানা আয়োজনে বড়দিন উদযাপন

ছবি: বাসস

সিলেট, ২৫ ডিসেম্বর ২০২৫ (বাসস) : সিলেটে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। এই উপলক্ষ্যে আজ বৃহস্পতিবার সিলেট প্রেস বিটারিয়ান চার্চে বিশেষ প্রার্থনাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়।

সকাল থেকেই নতুন জামাকাপড় পড়ে গির্জা গুলোতে ভিড় করেন খ্রিষ্টান ধর্মাবলম্বীরা। ছোট, বড় সব বয়সের মানুষজন মেতে উঠেন উচ্ছ্বাসে।

এর আগে, সকাল সাড়ে ১০টায় সিলেটের প্রেস বিটারিয়ান চার্চে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয় এবং প্রার্থনা শেষে গান পরিবেশন করা হয়। দিনব্যাপী অনুষ্ঠানাদির মধ্যে রয়েছে— কেক কাটা, আলোচনা সভা ইত্যাদি।

এর আগে বুধবার রাত ১২টা ১ মিনিটি কেক কেটে বড়দিনের উৎসবের সূচনা করা হয় প্রেস বিটারিয়ান চার্চে। সকালে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে আবারও কেক কেটে আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। বেলা দেড়টার দিয়ে সিলেট মহানগর পুলিশের পক্ষ থেকে কেক নিয়ে যাওয়া হয় প্রেসবিটারিয়ান চার্চে। এই সময় চার্চের পাস্টর রেভারেল ফিলিপ বিশ্বাসসহ সবাইকে নিয়ে বড়দিনের কেক কাটেন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।

অনুষ্ঠানে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী সবাইকে সবাইকে বড়দিনের শুভেচ্ছা জানিয়ে বলেন, সিলেট সম্প্রীতির শহর। সব ধর্মের মানুষ মিলে মিশে এখানে যার যার ধর্মীয় উৎসব উদযাপন করেন। পুলিশের পক্ষ থেকে বড়দিন উপলক্ষ্যে নগরীতে বিশেষভাবে আমরা নিরাপত্তা দিয়েছি।

এদিকে, সিলেটের জৈন্তাপুর উপজেলায় খিষ্টান ধর্মালম্বীদের সর্বোচ্চ ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। বড়দিন উপলক্ষে বৃহস্পতিবার উপজেলার চিকনাগোল প্রেস বিটারিয়ান চার্চে খিষ্টান ধর্মাবলম্বীরা চার্চে সকাল থেকে জড়ো হতে থাকেন। দিনভর যিশুখ্রিষ্টের পবিত্র বাণী প্রচারের মধ্য দিয়ে চলে বড়দিনের আনুষ্ঠানিকতা।

চার্চের প্রধান চাস্টার ফিলিপ সমাদ্দার উপস্থিত খ্রিষ্টান ধর্মাবলম্বীদের নিকট যিশুখ্রিষ্টের শান্তির বাণী প্রচার করেন। পরে সম্মিলিতভাবে সকলে সঙ্গীত পরিবেশন করেন। সবশেষে যিশুখ্রিষ্টর জন্মদিন ও বড়দিন উদযাপন উপলক্ষে কেক কাটা হয়। দুপুর ১২টায় চিকনাগোল প্রেস বিটারিয়ান চার্চ পরিদর্শনে যান জৈন্তাপুর মডেল থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা। তিনি শুভ বড়দিন উদযাপন উপলক্ষে চার্চে উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন।