শিরোনাম

ঢাকা, ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : দীর্ঘ ১৭ বছরের প্রবাস জীবন শেষে অবশেষে রাজধানীর এভারকেয়ারে চিকিৎসাধীন মা বেগম খালেদা জিয়ার কাছে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। হাসপাতালে প্রিয় নেতাকে এক নজর দেখতে সকাল থেকেই ভিড় করছেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ।
বিমানবন্দর ও পূর্বাচলের আনুষ্ঠানিকতা শেষ করে তিনি এখন রাজধানীর এভারকেয়ার হাসপাতালের পথে, যেখানে চিকিৎসাধীন আছেন তার মা বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মা ও ছেলের এই দীর্ঘ প্রতীক্ষিত সাক্ষাৎকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় নেয়া হয়েছে নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। নিরাপত্তা নিশ্চিতে অন্যান্য নিরাপত্তা বাহিনীর পাশাপাশি মোতায়েন করা হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। নিরাপত্তার অংশ হিসেবে হাসপাতাল এলাকায় আকাশ পথেও নজরদারি করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর এক আদেশে হাসপাতাল ও সংলগ্ন এলাকায় সব ধরনের ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে।
সরেজমিনে দেখা যায়, তারেক রহমান হাসপাতালে পৌঁছানোর আগেই বসুন্ধরা আবাসিক এলাকার পরিবেশ পাল্টে গেছে। হাসপাতালের প্রধান ফটকের সামনের সড়ক থেকে নিরাপত্তার স্বার্থে নেতাকর্মীদের কিছুটা সরিয়ে দেওয়া হলেও আশপাশের রাস্তায় মানুষের ঢল।
আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফেরেন তারেক রহমান। বিমানবন্দর থেকে বেরিয়ে তিনি পূর্বাচলে ‘জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে’তে আয়োজিত গণসংবর্ধনায় অংশ নেন। সেখানে ১৬ মিনিটের এক ঐতিহাসিক ভাষণ শেষে সরাসরি এভারকেয়ার হাসপাতালে রওনা হয়েছেন তিনি। সেখান থেকে তিনি গুলশানের বাসায় ফিরবেন।