শিরোনাম

টাঙ্গাইল, ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): জেলায় আজ আয়োজনের মধ্যদিয়ে মধুপুরে গড়াঞ্চলে খ্রীস্টান ধর্মাবলম্বীদের সব চেয়ে বড় উৎসব ‘বড়দিন’ জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে মধুপুর উপজেলার জলছত্র খ্রীস্ট ধর্মপল্লী চার্চে অনুষ্ঠানে যীশু খ্রীস্টের জীবন ও তার মানবকল্যানমূলক আদর্শ তুলে ধরে আলোচনা করেন চার্চ প্রাধান পাসটার নির্জন সিম সং।
এ সঙ্গে তিনি আত্মশুদ্ধির মধ্য দিয়ে নতুন বছরের সুখ ও শান্তিপূর্ণ জীবন কামনা করেন।
অনুষ্ঠানে স্থানীয় ধর্মীয় নেতা সামনোম নকরেট তার বক্তব্য খ্রিষ্ট ভক্তদের যিশু খ্রিষ্টের পথনির্দেশনা অনুসরণ করে পারস্পরিক ভালোবাসা, সহমর্মিতা ও শান্তিপূর্ণ সহাবস্থানের আহ্বান জানান। সমবেত প্রার্থনা শেষে যিশুর আরাধনায় সমবেত সংগীত পরিবেশন করেন তারা।
এদিন ‘বড়দিন’ উপলক্ষে খ্রীস্টানদের ধর্মপল্লী, উপসনালয় ও বাড়ীঘর সাজানো হয়েছে বর্ণীল সাজে। এ দিকে মধুপুরের মমিনপুর, জলছত্র, ইদিলপুর, পীরগাছা, সাইনামারি, ধরাটিসহ বিভিন্ন গ্রামে গ্রামে চলছে পিঠা উৎসব।
এর আগে বুধবার দিবাগত রাতে মধুপুর গড় এলাকার জলছত্র খ্রীস্ট দেহ ধর্মপল্লী ও পীরগাছা সেন্টপৌল ধর্ম পল্লী, উত্তর মমিনপুরসহ বিভিন্ন উপাসনালয়ে কেক কাটা হয়। এর পর শিশু কিশোরসহ সব বয়সী নারী পুরুষরা বাড়ী বাড়ী গিয়ে কীর্তন পরিবেশন করেন।