বাসস
  ২৫ ডিসেম্বর ২০২৫, ১৫:৫৯

তিন ঘণ্টায় ১৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে গণসংবর্ধনাস্থলে তারেক রহমান

ছবি : তারেক রহমানের ফেসবুক পেজ

ঢাকা, ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শাহজালাল আন্তর্জাতিক বিমান থেকে ১৩ কিলোমিটার পথ পাড়ি দিয়ে প্রায় ৩ ঘণ্টারও বেশি সময়ে বসুন্ধরা এলাকায় ৩০০ ফিটে আয়োজিত গণসংবর্ধনাস্থলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

আজ বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। তারেক রহমান বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে বের হয়ে দেশের মাটি স্পর্শ করেন এবং শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে দাঁড়ান। 

এরপর নিজের জন্য কেনা বুলেটপ্রুফ অত্যাধুনিক গাড়ি রেখে লাল-সবুজ রংয়ের সাধারণ বাসে করেই গণসংবর্ধনাস্থলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বাসটির সামনে লেখা ‘সবার আগে বাংলাদেশ’। এই বাসের সামনে বসে তিনি নেতাকর্মীদের অভিবাদনের জবাবে হাত নাড়িয়ে তাদের শুভেচ্ছা জানান। 

এসময় বাঁধভাঙা  উল্লাসে ফেটে পড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে রাখে পুরো এলাকা।

তারেক রহমানকে স্বাগত জানাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সড়কের দুই পাশে ভোর থেকেই বিপুলসংখ্যক নেতা-কর্মী অবস্থান নেয়। সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে তাদের উপস্থিতি আরও ঘন হয়ে ওঠে।

বিভিন্ন জেলা ও থানা থেকে আগত নেতা-কর্মীরা দলীয় পতাকা, ব্যানার, প্ল্যাকার্ড ও ফুল হাতে নিয়ে সড়কের দুই পাশে দাঁড়িয়ে তারেক রহমানের আগমন উপলক্ষ্যে শুভেচ্ছা জানান। এ সময় তারা ‘তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম’, ‘বাংলাদেশের প্রাণ তারেক রহমান’সহ নানা স্লোগান দেন।

জনতার ভির ঠেলে ধীরে ধীরে গণসংবর্ধনাস্থলের দিকে এগিয়ে যান তিনি। বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থলের দূরত্ব ১৩ কিলোমিটার। আর এই ১৩ কিলোমিটার পথ পাড়ি দিতে সময় লাগে প্রায় ৩ ঘণ্টারও বেশি সময়।