বাসস
  ২৫ ডিসেম্বর ২০২৫, ১৪:৩৫
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১৫:১৪

‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজ বাসে সংবর্ধনা মঞ্চে যাচ্ছেন তারেক রহমান

‘সবার আগে বাংলাদেশ’ লেখা লাল-সবুজ রংয়ের সাধারণ বাসে করে গণসংবর্ধনাস্থলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি : তারেক রহমানের ফেসবুক পেজ

ঢাকা, ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নিজের জন্য কেনা বুলেটপ্রুফ অত্যাধুনিক গাড়ি রেখে লাল-সবুজ রংয়ের সাধারণ বাসে করেই গণসংবর্ধনাস্থলে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বাসটির সামনে লেখা ‘সবার আগে বাংলাদেশ’। এই বাসের সামনে বসে তিনি নেতাকর্মীদের অভিবাদনের জবাবে হাত নাড়িয়ে তাদের শুভেচ্ছা জানাচ্ছেন। 

এসময় বাঁধভাঙা  উল্লাসে ফেটে পড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষ। নেতাকর্মীরা স্লোগানে স্লোগানে প্রকম্পিত করে রাখে পুরো এলাকা।

তাকে বহন করা বাসে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা তার সঙ্গে সমাবেশস্থলে যাচ্ছেন। বর্তমানে তার বাস বহরটি সমাবেশস্থলের কাছাকাছি রয়েছে। কিছুক্ষণের মধ্যেই তিনি সংবর্ধনাস্থলে পৌঁছাবেন। সেখানে লাখ লাখ মানুষ অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করছেন। 

আজ বেলা ১১টা ৪০ মিনিটে তারেক রহমানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-২০২ ফ্লাইটটি ঢাকার শাহজালাল বিমানবন্দরে এসে পৌঁছায়। তারেক রহমান বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে সেখান থেকে বের হয়ে দেশের মাটি স্পর্শ করেন এবং শিশির ভেজা ঘাসের উপর খালি পায়ে দাঁড়ান।