বাসস
  ২৫ ডিসেম্বর ২০২৫, ১৪:২৭

কুমিল্লায় দুটি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ একজন আটক 

কুমিল্লা জেলার হোমনা উপজেলায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে দুটি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ সোহাগ (৩২) নামের একজনকে আটক করেছে। ছবি: বাসস

কুমিল্লা,(উত্তর) ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলার হোমনা উপজেলায় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে দুটি পিস্তল ও ১৪ রাউন্ড গুলিসহ সোহাগ (৩২) নামের একজনকে আটক করেছে।

আজ বৃহস্পতিবার ভোর ৬টায় কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের নেতৃত্বে অভিযান চালিয়ে সোহাগকে আটক করে যৌথবাহিনী। অভিযানে দুইটি পিস্তল ও ১৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। আটককৃত সোহাগ মাথাভাঙ্গা এলাকার তারু মিয়ার ছেলে।

উদ্ধারকৃত অস্ত্র ও আটককৃত সোহাগকে হোমনা থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করে বলেন, ২ টি অস্ত্র ও গুলিসহ একজনকে আটক করা হয়েছে।  প্রয়োজনীয় কাজ শেষে তাকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।