বাসস
  ২৫ ডিসেম্বর ২০২৫, ১৩:৩৮

ঝিনাইদহে নানা আয়োজনে খ্রিস্টান ধর্মালম্বীদের বড়দিন উদযাপিত

আজ বৃহস্পতিবার সকালে প্রার্থনা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করেন ঝিনাইদহ শহরের মডার্ন মোড়ের ব্যাপটিস্ট চার্চ। ছবি: বাসস

ঝিনাইদহ, ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস):জেলায়  খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার সকালে প্রার্থনা ও কেক কাটার মধ্য দিয়ে দিনটির শুভ সূচনা করেন শহরের মডার্ন মোড়ের ব্যাপটিস্ট চার্চ।

অনুষ্ঠানে যীশু খ্রীস্টের জীবন ও তার মানবকল্যানমূলক আদর্শ তুলে ধরে আলোচনা করেন রেভা মাইকেল তাপস দাস।

এসময় শিশুদের অংশ গ্রহনে কেক কেটে বড় দিনের আনন্দ ভাগাভাগি করা হয়। পরে ভক্তদের অংশগ্রহনে পরিবেশিত হয় বিশেষ ধর্মীয় গান। পরে প্রার্থনা, আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে বড়দিন উদযাপিত করা হয়।