শিরোনাম

দিনাজপুর, ২৫ ডিসেম্বর, ২০২৫(বাসস): জেলা প্রশাসন এবং বিআরটিএ এর আয়োজনে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ২১'টি পরিবারের সদস্যদের মাঝে অনুদানের চেক প্রদান করা হয়েছে।
গতকাল বুধবার রাতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন এবং বিআরটিএ-এর আয়োজানে ট্রাস্টি বোর্ড কতৃর্ক মঞ্জুরিকৃত ক্ষতিগ্রস্ত ২১টি পরিবারের সদস্যদের মাঝে অনুদানের ৫৯ লাখ টাকার চেক প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সড়ক দুর্ঘটনায় আহত ও নিহত ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের ২১ জনের মাঝে জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) মো. রিয়াজ উদ্দিন চেক গুলো হস্তান্তর করেন।
তিনি তার বক্তব্যে বলেন,সড়ক দুর্ঘটনায় নিহত ও গুরুতর আহত হলে, ওই পরিবারের দুর্ভোগ বেড়ে যায়।
একটি পরিবার প্রধান উপার্জনক্ষম ব্যক্তি যদি নিহত হয়, ওই পরিবারটি চরম দুর্ভোগে পড়ে যায়। এসব কারণ বিবেচনায় বাংলাদেশ সড়ক ও জনপদ বিভাগ বিআরটিএ- বিষয়টি অনুসন্ধান করে সড়ক দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত নিহত এবং আহত পরিবার গুলোকে আর্থিক সহায়তা দিয়ে তাদেরকে সহযোগিতা করে আসছে।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন, বিআরটিএ জেলা সার্কেলের সহকারী পরিচালক মো. শামসুল কবীর, দিনাজপুর সড়ক পরিবহন ও মালিক গ্রুপের নির্বাহী সদস্য এম এ খালেক, জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।