শিরোনাম

শরীয়তপুর, ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শরীয়তপুরের নড়িয়ায় একটি মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও ভেজাল ঘি তৈরি করায় দোকানিকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।
গতকাল বুধবার উপজেলার ঘোষপাড়া এলাকার মিষ্টি কানন নামের ওই দোকানে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানের নেতৃত্ব দেন নড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস। অভিযানের সার্বিক সহযোগিতা করেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জেলা কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য ও পুলিশের একটি দল।
অভিযানকালে দেখা যায়, কারখানাটিতে চরম অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি ও খাদ্যপণ্য উৎপাদন করা হচ্ছে।
এছাড়া প্রয়োজনীয় নিবন্ধন ছাড়াই খাদ্যপণ্য বাজারজাত করা হচ্ছিল। এ সময়ে তাৎক্ষণিক পরীক্ষার মাধ্যমে ভেজাল ঘি উৎপাদন ও বিপণনের প্রমাণ পাওয়া যায়।
অভিযান শেষে সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। ভেজাল ও অনিরাপদ খাদ্য উৎপাদনের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে ।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা সুব্রত ভট্টাচার্য বলেন, ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আমরা মাঠ পর্যায়ে নজরদারি জোরদার করেছি। ভবিষ্যতে এ ধরনের অভিযান চলমান থাকবে।