শিরোনাম

বাগেরহাট, ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বাগেরহাট-২ (কচুয়া-সদর) আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। বুধবার রাত ৯ টায় গুলশান কার্যালয় থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল আলমগীর স্বাক্ষরিত মনোনয়নপত্রটি হাতে পাপন তিনি। এরপর থেকে উচ্ছ্বসিত বাগেরহাটের নেতাকর্মী ও সাধারণ মানুষ।
এ সময় ব্যারিস্টার শেখ জাকির হোসেনের সঙ্গে ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব মুক্তিযোদ্ধা মোজাফফর রহমান আলম, জেলা যুবদলের সাবেক সভাপতি ফকির তারেকসহ বিপুল সংখ্যক নেতাকর্মী।
জেলা বিএনপির সদস্য সাবেক কমিশনার এসকেন্দার হোসেন বাসসকে জানান, ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে সকল আন্দোলন সংগ্রামে অনন্য ভূমিকা পালন করেছেন ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন। আমরা তার সঙ্গে আছি।
ব
ব্যারিস্টার শেখ মোহাম্মদ জাকির হোসেন জানান, ‘ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়’ স্লোগান সামনে রেখে সকলে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের বিজয়কে সুনিশ্চিত করতে বদ্ধ পরিকর আমরা।