বাসস
  ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:৫৫

পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল ফের শুরু

ছবি: বাসস

মানিকগঞ্জ, ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ঘন কুয়াশার কারণে সোয়া চার ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) আব্দুস সালাম জানান, বুধবার রাত সাড়ে ১০ টা থেকে ১২.৪০ টা পর্যন্ত এবং বৃহস্পতিবার ভোর ২.৩৫ টা থেকে ৪.৫০ টা পর্যন্ত নদীর তলদেশে ঘন কুয়াশা থাকায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে।

এই সময়ের মধ্যে তিনটি ফেরি শাহ পরাণ, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন এবং কেরামত আলী পাটুরিয়া ঘাটে, পাঁচটি ফেরি ঢাকা, খান জাহান আলী, ভাষাশহীদ শহীদ বরকত, ভিগার এবং বীরশ্রেষ্ঠ মতিউর রহমান দৌলতদিয়া ঘাটে এবং চারটি ফেরি শাহ মকদুম, গোলাম মওলা, শাহ এনায়েতপুরী এবং হাসনা হেনা পদ্মা নদীর মাঝখানে আটকা পড়ে।
আজ বৃহস্পতিবার ভোর ৪ টার ৫০ মিনিট থেকে পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল শুরু হয়েছে। 

পাটুরিয়া-দৌলতদিয়ার মধ্যে ফেরি চলাচল বর্তমানে সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে পাটুরিয়া ঘাট সূত্র জানিয়েছে। এ দিকে ঘন কুয়াশায় যোগাযোগ বিঘ্নিত হওয়ার কারণে ১০ ঘণ্টা পর যমুনা নদীর আরিচা-কাজিরহাটের মধ্যে ফেরি চলাচল পুনরায় শুরু হয়েছে।

বিআইডব্লিউটিসির আরিচাঘাটের ব্যবস্থাপক আবদুল্লাহ জানান, ঘন কুয়াশার কারণে বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার সকাল ৭.১০ টা পর্যন্ত আরিচা-কাজিরহাটের মধ্যে ফেরি চলাচল বন্ধ ছিল। 

তিনি আরও বলেন, শাহ আলী ও চিত্রা দুটি ফেরি যানবাহন ও যাত্রী বোঝাই আরিচাঘাটে অপেক্ষা করছিল, একটি ফেরি ধান সিরি কাজিরহাট পয়েন্টে ছিল এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ফেরি যানবাহন ও যাত্রী নিয়ে যমুনা নদীর মাঝখানে ছিল।

আরিচা-কাজিরহাটের মধ্যে ফেরি চলাচল আজ সকাল ৭.১০ টা থেকে শুরু হয়েছে এবং এটি স্বাভাবিকভাবে চলছে বলে জানান ব্যবস্থাপক আবদুল্লাহ।