শিরোনাম

বাগেরহাট, ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বাগেরহাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে যিশুখ্রিষ্টের জন্মতিথি পালিত হচ্ছে। বড়দিন উপলক্ষে জেলাজুড়ে খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বুধবার রাত সাড়ে ১০টায় বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে।
শোভাযাত্রা শেষে বাগেরহাট শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত বাসাবাটি ফাতিমার রানী মারীয়ার গির্জা ক্যাথলিক চার্চে রাত ১২টা ১ মিনিটে কেক কাটার মধ্য দিয়ে বড়দিনের শুরু করেন যিশু ভক্তরা।
এর আগে বাসাবাটি মারিয়া পল্লীর শত শত ভক্ত ক্যাথলিক চার্চে এসে সমবেত হন। তাদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা দেখা যায়। ফাতিমার রানী মারিয়া গির্জার দায়িত্বরত ফাদার ডমেনিক হালদার শোভাযাত্রার নেতৃত্ব দেন এবং সকল কর্মসূচিতে অংশ নেন। বড়দিন উপলক্ষে বাগেরহাটের খানপুর, কালশিরা ও মোংলার গির্জাগুলোও ব্যাপক আলোকসজ্জায় সজ্জিত করা হয়।
বড়দিন শুরুর রাতটি হয়ে উঠে বর্ণিল আর খ্রিষ্ট ভক্তকুলের কাছে উপভোগ্য। চারিদিকে গোয়েন্দা পুলিশ ও সেনাবাহিনীর বিশেষ টিম খানপুর, কালশিরা ও দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর নগরী মোংলা চার্চে নিচ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনি তৈরি করে।
স্বেচ্ছাসেবী সুমী ক্যাথরিন সরদার জানান, বড়দিনের আয়োজন এক আনন্দঘন পরিবেশে উদযাপিত হচ্ছে। এ সময় ভক্তরা তাদের ফাদারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
সকল ক্যাথলিক চার্চে আকর্ষণীয় তোরণ, ক্যাম্পাসজুড়ে বিভিন্ন বাতির প্রজ্জলন, মা মারিয়ার ছবি সম্বলিত স্টাচুকে নানান বর্ণে সাজানো হয়।
জানা গেছে, আজ বৃহস্পতিবার খুব সকালে গির্জায় দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা সভা, দিনভর ভালো ভালো খাবারে অতিথি আপ্যায়ন ও রাত জুড়ে বড়দিন উদযাপনে বাসাবাটি মারিয়া পল্লীতে বিশাল মঞ্চে নাটকসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।