বাসস
  ২৫ ডিসেম্বর ২০২৫, ১০:৫৭
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫, ১১:২২

তারেক রহমানের প্রত্যাবর্তন ঘিরে ৩০০ ফিট এলাকায় কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা

ছবি: বিএনপি মিডিয়া সেল

ঢাকা, ২৫ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে রাজধানীর ৩০০ ফিট এলাকায় নেওয়া হয়েছে কঠোর ও বহুমাত্রিক নিরাপত্তা ব্যবস্থা। লাখ লাখ নেতাকর্মী ও সমর্থকের সমাগমকে কেন্দ্র করে পুরো এলাকা রাখা হয়েছে নিবিড় নজরদারির আওতায়, যাতে অনুষ্ঠান শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করা যায়।

সরেজমিনে দেখা যায়, কুড়িল ফ্লাইওভার থেকে শুরু করে ৩০০ ফিটের অনুষ্ঠানস্থল পর্যন্ত সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন স্বেচ্ছাসেবক ও নিরাপত্তাকর্মীরা। মঞ্চকেন্দ্রিক এলাকায় গড়ে তোলা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা বলয়। প্রবেশ ও বহির্গমন পথগুলো আলাদা করে নির্ধারণ করা হয়েছে, যাতে ভিড় নিয়ন্ত্রণ সহজ হয়।

মঞ্চ ও আশপাশের এলাকাজুড়ে স্থাপন করা হয়েছে ওয়াচ টাওয়ার, যেখান থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। যেকোনো সন্দেহজনক পরিস্থিতি মোকাবিলায় বিশেষ টিমকে প্রস্তুত রাখা হয়েছে বলে জানা গেছে।

অনুষ্ঠানস্থলে প্রবেশের সময় স্বেচ্ছাসেবকরা আগত নেতাকর্মীদের সারিবদ্ধভাবে চলাচলে সহায়তা করছেন। কোথাও যেন বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়, সে জন্য পুরো এলাকায় সমন্বিত ব্যবস্থাপনা জোরদার করা হয়েছে।

নিরাপত্তার পাশাপাশি স্বাস্থ্যসেবার দিকটিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়েছে। অনুষ্ঠানস্থলের কাছাকাছি স্থাপন করা হয়েছে মেডিকেল টিম ও জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্র।

গরমজনিত অসুস্থতা, দুর্ঘটনা বা জরুরি পরিস্থিতি মোকাবিলায় অ্যাম্বুলেন্স ও প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।

বিএনপির এক স্বেচ্ছাসেবক জানান, সম্ভাব্য জনসমাগমের বিষয়টি বিবেচনায় রেখেই আগেভাগে প্রস্তুতি নেওয়া হয়েছে। নিরাপত্তা, শৃঙ্খলা ও স্বাস্থ্যসেবা এই তিনটি বিষয়কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করা হচ্ছে।

নিরাপত্তা সংশ্লিষ্টদের মতে, শান্তিপূর্ণ পরিবেশে সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন করাই মূল লক্ষ্য। এ জন্য নেতাকর্মী ও সমর্থকদের শৃঙ্খলা বজায় রেখে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়েছে।

সব মিলিয়ে, তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে ৩০০ ফিট এলাকায় নেওয়া এই নিরাপত্তা ব্যবস্থা রাজধানীতে সাম্প্রতিক সময়ের অন্যতম বৃহৎ ও সুপরিকল্পিত আয়োজন হিসেবে দেখা হচ্ছে।