শিরোনাম

সিলেট, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস): আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লড়তে সিলেটের ৬টি সংসদীয় আসনে এখন পর্যন্ত ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ২৮ জন দলীয় এবং চারজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।
আজ বুধবার সন্ধ্যায় সিলেটের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় এই তথ্য জানিয়েছে।
তথ্য অনুযায়ী, সিলেট-১ আসনে পাঁচটি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এই আসনে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিলেট-২ আসনে ছয়টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। সেখানে দুইজন বিএনপি প্রার্থীর পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামী, খেলাফত মজলিস, গণঅধিকার পরিষদ ও গণফোরামের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিলেট-৩ আসনে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) , বাংলাদেশ জামায়াতে ইসলামী, বাংলাদেশ খেলাফত মজলিস, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং দুইজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
সিলেট-৪ আসনে চারজন প্রার্থী মনোনয়নপত্র নিয়েছেন। তারা হলেন— বিএনপি, জাতীয় নাগরিক পার্টি, গণঅধিকার পরিষদ ও বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী।
সিলেট-৫ আসনে পাঁচটি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এ আসনে বিএনপি, জমিয়তে উলামায়ে ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিস, বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং একজন স্বতন্ত্র প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এছাড়া সিলেট-৬ আসনে চারজন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে দুইজন বিএনপির প্রার্থী, একজন গণঅধিকার পরিষদের প্রার্থী এবং একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন।