বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৫, ২০:৫৯
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ২১:০২

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তায় গেজেট প্রকাশ

ঢাকা, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ‘রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধিমালা ২০২৫’-এর গেজেট জারি করেছে সরকার। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টাসহ অন্যান্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) নিরাপত্তা নিশ্চিত করতে এই গেজেট জারি করা হয়।

মঙ্গলবার রাষ্ট্রপতির আদেশক্রমে সচিব মো. সাইফুল্লাহ পান্না স্বাক্ষরিত বিধিমালাটির গেজেট জারি করা হয়। গেজেটটি জারি করা হয় প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে।

গেজেটে উল্লেখ করা হয়েছে, নতুন এই বিধিমালার মাধ্যমে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গের নিরাপত্তা ব্যবস্থাপনাকে আরো সুসংগঠিত, আধুনিক এবং একটি সুস্পষ্ট আইনগত কাঠামোর আওতায় আনা হয়েছে।

গেজেটে আরও উল্লেখ করা হয়, বিধিমালায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, প্রধান উপদেষ্টা এবং অন্যান্য অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের চলাচল, বাসভবন, কর্মস্থল, অনুষ্ঠানস্থল ও সফরকালীন নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট বাহিনী ও সংস্থার দায়িত্ব, কাঠামো এবং করণীয় বিস্তারিতভাবে নির্ধারণ করা হয়েছে।

গেজেটে বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের কার্যালয় এবং স্থায়ী ও অস্থায়ী বাসভবনের সার্বিক নিরাপত্তার দায়িত্ব মহাপরিচালকের ওপর ন্যস্ত থাকবে এবং ওই স্থাপনাসমূহকে দুর্যোগ বা দুর্ঘটনা (যেমন : অগ্নিকাণ্ড, ভূমিকম্প ইত্যাদি) হতে নিরাপদ রাখার জন্য মহাপরিচালক সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা সংস্থাসমূহের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ ও তদারকি করবেন।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তা বিধানের লক্ষ্যে প্রয়োজনীয় সংখ্যক নিরাপত্তা সংস্থার সদস্যদের বিভিন্ন বেষ্টনীতে মোতায়েনের মাধ্যমে মহাপরিচালক, এই বিধিমালা ও তদধীন প্রণীত নির্দেশাবলি অনুসরণে, প্রয়োজনীয় ব্যবস্থা নিশ্চিত করবেন, এবং প্রয়োজনবোধে মহাপরিচালক এই বিষয়ে সংশ্লিষ্ট সামরিক সচিবের সঙ্গে পরামর্শ করতে পারবেন।

রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির কার্যালয়, বাসভবন ও অনুষ্ঠানস্থলে আগত দর্শনার্থী, যানবাহন বা যে কোনো বস্তুর প্রবেশ বা বাহির বাহিনী কর্তৃক নিয়ন্ত্রিত হবে এবং বাহিনী এ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন করবে।

গেজেটে অনুষ্ঠানস্থলে অস্ত্র বহনে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। এতে বলা হয়েছে, বাহিনীর কর্মকর্তাবৃন্দ ব্যতীত সাদা পোশাক পরিহিত অন্য কেউ অনুষ্ঠানস্থলে কোনো প্রকার অস্ত্র বহন করতে পারবে না এবং অনুষ্ঠানস্থলে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ইউনিফর্ম পরিহিত ব্যক্তিগণ দৃশ্যমান অবস্থা ব্যতিরেকে অন্য কোনোভাবে অস্ত্র বহন করতে পারবে না।

সরকার কর্তৃক অনুমোদিত হলে বিদেশি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিগণের সাথে আগত নিরাপত্তা সংশ্লিষ্ট ব্যক্তিগণ মহাপরিচালকের সাথে পরামর্শক্রমে, অনুমোদিত স্থানসমূহে সাদা পোশাকে অস্ত্র বহন করতে পারবেন।

সংবাদ মাধ্যমের প্রতিনিধি সম্পর্কে গেজেটে বলা হয়েছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টা ও অতি গুরুত্বপূর্ণ ব্যক্তির অনুষ্ঠানের সংবাদ সংগ্রহে ইচ্ছুক বৈধ ক্ষমতাপ্রাপ্ত পত্রধারী (ক্রেডিটেশন কার্ড হোল্ডার) সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সাথে সমন্বয় করে তথ্য অধিদপ্তরের মাধ্যমে পুলিশের বিশেষ শাখা থেকে এবং সামরিক অনুষ্ঠানের ক্ষেত্রে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের মাধ্যমে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর থেকে ডিউটি পাস সংগ্রহ করে ওই অনুষ্ঠানে যোগদান করতে পারবেন।

অনুষ্ঠানের প্রকৃতি ও গুরুত্ব বিবেচনাক্রমে মহাপরিচালক প্রয়োজনবোধে, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বা প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের সাথে পরামর্শক্রমে, অনুষ্ঠানে যোগদানে ইচ্ছুক সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সংখ্যা নির্ধারণ করতে পারবেন।