বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৫, ২০:০৯

বান্দরবানে সীমান্ত এলাকায় বিজিবি’র শীতবস্ত্র ও শিক্ষা সহায়তা বিতরণ

ছবি : বাসস

বান্দরবান, ২৪ ডিসেম্বর ২০২৫ (বাসস) : জেলায় আজ নাইক্ষ্যংছড়ি উপজেলার দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় গরীব, দুঃস্থ ও শীতার্ত ব্যক্তিদের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ১০ মিনিট পর্যন্ত কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ব্যবস্থাপনায় তুমব্রু বিওপি’র দায়িত্বপূর্ণ ৩ নং ঘুমধুম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে চারশ’ জন গরীব, দুঃস্থ ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র ও অন্যান্য উপহার সামগ্রী বিতরণ করা হয়। 

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম।

এ সময় বিজিবির বিভিন্ন বিওপি’র দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় সর্বমোট ৪০০টি কম্বল, ৫০টি টি-শার্ট, শিশুদের জন্য ১০০টি সোয়েটার ও ১০০টি ফুলহাতা গেঞ্জি এবং ২০টি ফুটবল বিতরণ করা হয়। 

বিজিবি’র এ বিতরণ কার্যক্রমের আওতায় নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশফাঁড়ি, তুইঙ্গাঝিরি, রেজুআমতলী, গর্জনবুনিয়া ও রেজুপাড়া বিওপি এলাকা অন্তর্ভুক্ত ছিল।

এছাড়াও সামাজিক উন্নয়নমূলক সহায়তার অংশ হিসেবে নির্মাণাধীন তুমব্রু উচ্চ বিদ্যালয়ের জন্য নগদ ৩০ হাজার টাকা, ৩০ ব্যাগ সিমেন্ট প্রদান করা হয়। পাশাপাশি সীমান্ত এলাকার ৩টি হেফজখানায় ৩০টি কোরআন শরিফ এবং ২৮০টি নূরাণী কায়দা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত পাহারা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি সব সময়ই সমাজের দরিদ্র ও বিপন্ন মানুষের পাশে থেকে তাদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও বিজিবি’র এ মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।