বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৫, ২০:১৬

ঢাকার উদ্দেশ্যে সাতক্ষীরা ছেড়েছেন বিএনপি’র ২০ হাজার নেতা-কর্মী

ছবি: বাসস

সাতক্ষীরা, ২৪ ডিসেম্বর ২০২৫ (বাসস): বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে সাতক্ষীরা জেলা থেকে বিএনপি এবং অঙ্গ ও সহযোগি সংগঠনের প্রায় ২০ হাজার নেতা-কর্মী ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছেন। 

আজ বুধবার বিকাল ৫টায় শহরের আমতলা মোড়ে জেলার বিভিন্ন উপজেলা ও পৌর এলাকা থেকে আগত বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী সেখানে জড়ো হন। পরে সেখান থেকে তারা বাস ও মাইক্রোবাসযোগে ঢাকার পথে যাত্রা শুরু করেন। এসময় দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন নিয়ে বাস ও মাইক্রো যোগে যাত্রা শুরু করেন। 

সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু ও যুগ্ম-আহবায়ক আবুল হাসান হাদীর নেতৃত্বে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। 

তাদের সাথে রয়েছেন জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সামাদ ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক শিকদার, জেলা জাতীয়তাবাদী ওলামা দলের আহবায়ক মাওঃ আনিসুর রহমান ও সেক্রেটারি হাফেজ সাইফুল্লাহ আল কাফিসহ জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। 

জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এড. ইফতেখার আলী বলেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের মধ্যদিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে নেতৃত্ব দিয়েছেন, তা দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে অনন্য ভূমিকা রেখেছে। দীর্ঘ ১৭ বছর পরে জনতার নেতা তারেক রহমান দেশে আসছেন। সেই নেতাকে রাজকীয় সংবর্ধনা প্রদান করতে যাচ্ছে বাংলাদেশ। 

তিনি জানান, সাতক্ষীরা থেকে ১৫০টির বেশি পরিবহনসহ বিভিন্ন যানবহনে ঢাকায় রওনা দেয়া হয়েছে। গাড়ি সংকটের কারনে এর আগে নেতাকর্মীরা নিজ উদ্যোগে ঢাকায় অবস্থান করছেন। সাতক্ষীরা থেকে ২০ হাজারেরও বেশি নেতাকর্মীর স্বতঃস্ফূর্তভাবে প্রিয় নেতার সংবর্ধনা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আগামী দিনে দেশ ও জনগণের অধিকার পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করবে এ প্রত্যাশা নিয়েই নেতাকর্মীরা ঢাকায় যাচ্ছেন।