বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৫, ১৯:১৯

পটুয়াখালী-৩ আসনে নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

পটুয়াখালী-৩ আসনে নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ। ছবি: বাসস

পটুয়াখালী, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের পক্ষে মনোনয়পত্র সংগ্রহ করা হয়েছে।

আজ বুধবার দুপুরে দশমিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার সাইফুল ইসলামের কার্যালয় থেকে ডাকসুর সাবেক ভিপি নুরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন তার বাবা মো. ইদ্রিস হাওলাদার।

এ সময় উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদের ঢাকা মহানগরের (উত্তর) সহ সভাপতি মো. মিজানুর রহমান, গণঅধিকার পরিষদের জেলার যুগ্ম আহবায়ক কালাম পঞ্চোয়েত, দশমিনা উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি মো. লিয়ার হোসেন, সাধারণ সম্পাদক মো. মিলন মাতুব্বর, উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি কেএম ইমরান শাহীন প্রমুখ।

এ সময় গণঅধিকার পরিষদ ও অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন।