শিরোনাম

মো. সাইফুল ইসলাম
যশোর, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর লক্ষাধিক নেতা-কর্মী ও সমর্থক ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন। বিশেষ ট্রেন, বাস, মাইক্রোবাসে করে তারা একদিন আগে থেকেই ঢাকায় যাওয়া শুরু করেছেন।
যশোর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজিদুর রহমান সাগর বলেন, ‘তারেক রহমানকে কাছ থেকে একনজর দেখতে যশোরের নানা প্রান্ত থেকে যে যেভাবে পারছেন ঢাকার দিকে ছুটে যাচ্ছেন। আমাদের নেতা তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তনকে স্বরণীয় করে রাখতে তার সংবর্ধনা অনুষ্ঠানে অগণিত মানুষের সমাগম হবে বলে আমরা প্রত্যাশা করছি’।
জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল ইসলাম রানা জানান, জেলার আটটি উপজেলা থেকে যুবদলেরই ৩০ হাজার নেতাকর্মী ঢাকায় পৌঁছাবেন।
যশোর রেল স্টেশনের স্টেশন মাস্টার সাইদুর রহমান জানান, বুধবার সকাল থেকে ঢাকাগামী ট্রেনগুলোতে স্বাভাবিক দিনের তুলনায় ভিড় বেশি পরিলক্ষিত হচ্ছে। টিকিট না থাকলেও এসব ট্রেনে অনেকেই দাঁড়িয়ে ঢাকায় যাচ্ছেন।
যশোর জেলা বিএনপির সভাপতি সৈয়দ সাবেরুল হক সাবু জানান, যশোরের প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে পাঁচশ’ জন করে নেতা-কর্মী ঢাকায় যাচ্ছেন। জেলার ৮টি উপজেলায় মোট ইউনিয়নের সংখ্যা ৯৩টি। এছাড়া ৮টি পৌরসভা রয়েছে। সবমিলিয়ে লক্ষাধিক নেতা-কর্মী ঢাকায় যাচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।
সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, ‘যশোর জেলার সব বাস ভাড়া করা হয়েছে। স্পেশাল ট্রেনের পাশাপাশি মাইক্রোবাস, প্রাইভেট কার, এমনকি মোটরসাইকেলে করেও নেতা-কর্মীরা ঢাকায় রওনা হয়েছেন।’
বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে যশোরে বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর নেতা-কর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বিশেষ ট্রেন, বাস, মাইক্রোবাস, ব্যক্তিগত যানবাহণে করে সবাই ঢাকায় যাওয়ার চেষ্টা করছেন।’