শিরোনাম

ফরিদপুর, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের খবরে উৎফুল্ল ফরিদপুরের নেতাকর্মীরা। তাকে স্বাগত জানাতে সড়ক ও নৌপথে হাজার হাজার নেতাকর্মী ছুটছেন রাজধানীতে। তারা মনে করেন, তারেক রহমানের আগমনে পুনরুদ্ধার হবে গণতন্ত্র, সুরক্ষিত থাকবে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব।
আওয়ামী লীগের দীর্ঘ ১৭ বছরের শাসনামলে হামলা-মামলা আর নির্যাতনের শিকার হয়ে দুঃসহ জীবন কাটিয়েছেন ফরিদপুরের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। ফ্যাসিবাদের প্রশাসনের হামলায় নেতাকর্মীরা কোনো কর্মসূচি পালন করতে সড়কে নামলেও খেতে হয়েছে মার।
গত ৫ আগস্ট পট পরিবর্তনের পরে ফ্যাসিস্ট বিদায় হলে ঘরে ফেরেন এসব নেতা-কর্মীরা। কিন্তু দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে না ফেরায় এক ধরনের শূন্যতায় রয়েছেন নেতা-কর্মীরা। তবে তারেক রহমান আগামীকাল দেশে ফিরছেন, এমন খবরে স্বস্তি ফিরেছে দলটির নেতাকর্মীদের মধ্যে। যেন প্রাণ ফিরে পেয়েছেন দলটির তৃণমূলের নেতাকর্মীরাও।
এসব নেতাকর্মীরা বলছেন, দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে ফেরার খবরে তারা উচ্ছ্বাসিত। তারা মনে করেন, তারেক রহমান দেশে ফিরলে বদলে যাবে দলটির পুরোনো চেহারা, মিটে যাবে অভ্যন্তরীণ কোন্দলও। তারেক রহমানের এ আগমনকে স্মরণীয় করে রাখতে সোমবার থেকেই ফরিদপুর থেকে নেতাকর্মীরা ছুটছেন ঢাকায়। প্রত্যাশা দলের মহানায়কের আগমনকে সফল করে তোলা, সম্ভব হলে কাছ থেকে এক নজর দেখা।
এদিকে বিএনপির সিনিয়র নেতা ও মনোনীত প্রার্থীরা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনে পাল্টে যাবে ভোটের হিসাব-নিকাশও। তারেক রহমানের আগমনের খবরে বাঁধ ভাঙ্গা উচ্ছ্বাসের ঢেউ নেতাকর্মীদের ছাড়িয়ে পৌঁ গেছে সাধারণ মানুষের কাছে। যার প্রভাব পড়বে ভোটের মাঠে।
ফরিদপুর জেলা বিএনপি সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছা মনে করেন, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন নতুন বাংলাদেশ বিনির্মাণ ও গণতন্ত্রের অভিযাত্রার মাইলফলকে পৌঁছাতে ভ’মিকা রাখবে।