বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৪

নড়াইল-২ আসনে বিএনপির প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ

অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি: বাসস

নড়াইল, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (নড়াইল সদরের একাংশ ও লোহাগড়া উপজেলা) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন অ্যাডভোকেট ড. ফরিদুজ্জামান ফরহাদ।

আজ বুধবার দুপুরে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে নড়াইল-২ আসনে ড. ফরিদুজ্জামান ফরহাদের নাম ঘোষণা করেন।

এছাড়া নড়াইল-১ আসনে জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলমকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়েছে।