বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৪৩

মাদারীপুর থেকে কয়েক ধাপে ঢাকায় যাচ্ছেন বিএনপি’র নেতাকর্মীরা

ছবি: বাসস

বেলাল রিজভী

মাদারীপুর, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস): বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে জেলায় ব্যাপক প্রস্তুতি ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। 

তারেক রহমানকে স্বাগত জানাতে মাদারীপুর জেলার পাঁচটি উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা কয়েক ধাপে ঢাকার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন।

দলীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর থেকে শুরু করে বুধবার রাত এবং বৃহস্পতিবার সকালে পর্যায়ক্রমে নেতাকর্মীরা ঢাকায় যাত্রা করবেন। কেউ দলীয়ভাবে আবার কেউ ব্যক্তিগত উদ্যোগেও ঢাকার পথে রওনা হচ্ছেন।

জেলা বিএনপি ও অঙ্গসংগঠনগুলোর উদ্যোগে প্রায় আড়াই শতাধিক বাস ও অনেক মাইক্রোবাস প্রস্তুত রাখা হয়েছে। রাজৈর, সদর, শিবচর, কালকিনি ও ডাসার উপজেলা থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর অংশগ্রহণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

মাদারীপুর জেলা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান জাকির জানান, দীর্ঘদিন পর সরাসরি দলের শীর্ষ নেতার সঙ্গে দেখা করার সুযোগ পাওয়া নেতাকর্মীদের জন্য আনন্দের বিষয়। কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সবাই ঢাকায় কর্মসূচিতে অংশ নেবেন।

জেলা যুবদলের সদস্য সচিব মনিরুজ্জামান ফুকু জানান, শুধু যুবদলের পক্ষ থেকেই কয়েক হাজার নেতাকর্মীর ঢাকায় যাওয়ার প্রস্তুতি নেয়া হয়েছে। নির্ধারিত সময় অনুযায়ী তারা একযোগে ঢাকার কর্মসূচিতে যোগ দেবেন। মাদারীপুর জেলা থেকে শুধু যুবদলেরই ২২৫ টি গাড়ি যাবে বলে আশা করা হচ্ছে। এ কর্মসূচীতে যুবদলের ১০ হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেবেন। প্রতিটি উপজেলায় দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে। ইতিমধ্যে স্থানীয় নেতারা গাড়ি ভাড়া করছেন। ২৫ ডিসেম্বর সকাল ৬ টায় ঢাকার উদ্দেশ্যে এখান থেকে একত্রে রওনা করবো

মাদারীপুর জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান জানান, তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে জেলা জুড়ে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। পুরো জেলা থেকে ২০ থেকে ৩০ হাজার নেতাকর্মীর অংশগ্রহণ প্রত্যাশা করা হচ্ছে। যাত্রাপথে নেতাকর্মীদের নিরাপত্তা ও খাবারসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।