বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৩২

শরীয়তপুরে পুষ্টি সচেতনতা ও শিখন কার্যক্রম উপলক্ষে সভা 

ছবি : বাসস

শরীয়তপুর, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : শরীয়তপুরে পুষ্টি সচেতনতা ও শিখন কার্যক্রম ২০২৫ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার সকাল দশটায় শরীয়তপুর সদরের আঙ্গারিয়া কাশাভোগ এলাকায় এসডিএস ট্রেনিং সেন্টরে এ সভা অনুষ্ঠিত হয়।

স্বেচ্ছাসেবী বেসরকারি উন্নয়ন সংস্থা শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি (এসডিএস) এ কর্মসূচির আয়োজন করে। নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপপ্রকল্পের আওতায় এসব কর্মসূচি হয়।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা এসডিএস ট্রেনিং সেন্টার থেকে বের হয়ে স্থানীয় সড়ক ও মহাসড়ক ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়। এতে এসডিএস এর কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সাংবাদিকসহ সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শরীয়তপুরের অতিরিক্ত উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম।

অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসডিএস প্রতিষ্ঠাতা মো. মজিবুর রহমান, শরীয়তপুর সদর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রেজাউল হক ও পিকেএসএফ এর মনিটরিং কর্মকর্তা আনিসুর রহমান।

অনুষ্ঠানের স্বাগত বক্তব্য প্রদান দেন এসডিএস এর নির্বাহী পরিচালক রাবেয়া বেগম। অনুষ্ঠানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরতে পুষ্টি বিষয়ক মেলার আয়োজন করা হয়। আগত অতিথিদের জন্য স্পট কুইজ ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।