বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:১৪
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৩৪

ফেনীতে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাসে স্থানীয় চ্যাপ্টার উদ্বোধন

প্রতীকী ছবি। ইউনিসেফ বাংলাদেশ

ফেনী, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : জেলায় আজ ‘জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস’ প্রকল্পের আওতায় ‘জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন’ (জিহা) স্থানীয় চ্যাপ্টার উদ্বোধন করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (মানব সম্পদ ও উন্নয়ন ব্যবস্থাপনা) ফাহমিদা হক।

মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাসরিন আক্তারের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক সাইফুল ইসলাম চৌধুরী, জেলা ত্রাণ ও পুর্নবাসন কর্মকর্তা মো. মাহবুব আলম ও সিভিল সার্জনের কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আমির খসরু তারেক।

এ কর্মসূচীতে সরকারি-বেসরকারি কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী-পেশার লোকজন অংশগ্রহন করেন।