বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:২৫
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫, ১৮:৩০

চট্টগ্রামে রেলওয়ে ওয়ার্কশপে আগুন, তদন্তে তিন সদস্যের কমিটি

চট্টগ্রাম, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : চট্টগ্রামের পাহাড়তলীতে রেলওয়ের মেরামত কারখানায় (ওয়ার্কশপ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে রেলওয়ে পূর্বাঞ্চল কর্তৃপক্ষ। 

বুধবার (২৪ ডিসেম্বর) ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের কন্ট্রোল রুম থেকে জানানো হয় মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কারখানায় স্তূপ করে রাখা পুরাতন স্ক্র্যাপ মালামালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

পরে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে, এই অগ্নিকাণ্ডের উৎস ও কারণ সম্পর্কে ফায়ার সার্ভিস ও রেলওয়ে কর্তৃপক্ষ কিছুই জানাতে পারেনি। 

বিভাগীয় ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, রাত ৯টা ৩৬ মিনিটে আগুন লাগার খবর পেয়ে, ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। 

সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে ২ লাখ ৬০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। 

ফায়ার সার্ভিসের প্রচেষ্টায় ১৫ লাখ টাকার মালামাল রক্ষা পায়। 

বাংলাদেশ রেলওয়ে পাহাড়তলীর বিভাগীয় তত্ত্বাবধায়ক (কারখানা) মোস্তফা জাকির হাসান বলেন, ওয়ার্কশপের পুরাতন স্ক্র্যাপ মালামালে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে এনেছে। 
তিনি বলেন, রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মো. সুবক্তগীন ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছেন। 

কর্মব্যবস্থাপক (নির্মাণ) রাজিব দেবনাথকে প্রধান করে কমিটির অন্য দুই সদস্য হলেন— সিনিয়র সহকারি বৈদ্যুতিক প্রকৌশলী সালেহ একরাম ও কমান্ড্যান্ট (আরএনবি) শহীদুল ইসলাম। 

তিন দিনের মধ্যে তাদেরকে রিপোর্ট দিতে বলা হয়েছে।