শিরোনাম

নরসিংদী, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : নরসিংদী-৩ (শিবপুর) আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।
বিএনপির যুগ্ম মহাসচিব এবং জেলা কমিটির সভাপতি খায়রুল কবীর খোকন আজ বুধবার বিকেলে জানান, গত ১৮ ডিসেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরিত মনোনয়নপত্র মনজুর এলাহীর হাতে তুলে দেওয়া হয়েছে।
পরে মনজুর এলাহী নিজেও মোবাইল ফোনে মনোনয়নের বিষয়টি নিশ্চিত করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রথম দফায় বিএনপি ২৩৬টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে। পরবর্তীতে আরও ৩৬টি আসনে প্রার্থী দেওয়া হয়।
আজ বুধবার আরও দুটি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে এখন পর্যন্ত বিএনপি মোট ২৭৪টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করেছে।
এ ছাড়া জোটের শরিক দলগুলোর জন্য আরও ১২টি আসন ছাড় দেওয়া হয়েছে। বাকি ১৪টি আসনেও পর্যায়ক্রমে প্রার্থী ঘোষণা করা হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।