বাসস
  ২৪ ডিসেম্বর ২০২৫, ১৭:৩৯

কুড়িগ্রামে জাতীয় পুষ্টিনীতি পর্যালোচনায় আঞ্চলিক সভা

বুধবার কুড়িগ্রামে জাতীয় পুষ্টিনীতি ২০১৫’র বাস্তবায়ন, অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে আঞ্চলিক পর্যায়ে পরামর্শ সভা অনুষ্ঠিত হয় । ছবি : বাসস

কুড়িগ্রাম, ২৪ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : কুড়িগ্রামে জাতীয় পুষ্টিনীতি ২০১৫-এর বাস্তবায়ন, অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ করণীয় নির্ধারণে আঞ্চলিক পর্যায়ে পরামর্শমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। 

আজ বুধবার সকাল ১১টায় বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয় (বিএনএনসি)-এর আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সচিব (জনস্বাস্থ্য অনুবিভাগ) এ টি এম সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় পুষ্টি পরিষদ কার্যালয়ের মহাপরিচালক ডা. মো. রিজওয়ানুর রহমান।

কুড়িগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক বি এম কুদরত-এ-খুদার সভাপতিত্বে অনুষ্ঠানের সমন্বয়কারী ও সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করেন সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস।

সভায় আরও উপস্থিত ছিলেন এসিএফ-এর ডেপুটি কান্ট্রি ডিরেক্টর তপন কুমার চক্রবর্তী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাবিবুর রহমান, জেলা সমাজসেবা কর্মকর্তা মুহঃ হুমায়ুন কবির, জেলা শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুনসহ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

সভায় বক্তারা কুড়িগ্রামের মতো দুর্যোগপ্রবণ অঞ্চলে অপুষ্টি কমাতে স্থানীয় পর্যায়ে পুষ্টিকর খাদ্য উৎপাদন, নিরাপদ খাদ্য গ্রহণ এবং সর্বস্তরে পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জাতীয় পুষ্টি নীতি ২০১৫ বাস্তবায়নে সরকারি-বেসরকারি সংস্থা ও স্থানীয় প্রশাসনের সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান জানানো হয়।

সভা শেষে জাতীয় পুষ্টি নীতির কার্যকর বাস্তবায়নের মাধ্যমে কুড়িগ্রামের জনগোষ্ঠীর পুষ্টি পরিস্থিতির টেকসই উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।